Logo

সারাদেশ

মৌলভীবাজারে দাখিলে বিভাগ সেরা জামেয়া ইসলামিয়া

Icon

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ২০:৪৪

মৌলভীবাজারে দাখিলে বিভাগ সেরা জামেয়া ইসলামিয়া

ছবি : বাংলাদেশের খবর

২০২৫ সালের দাখিল পরীক্ষায় সিলেট বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে মৌলভীবাজার জামেয়া ইসলামিয়া আলিম মাদরাসা। এ উপলক্ষে সোমবার (১৪ জুলাই) দুপুরে মাদ্রাসা হলরুমে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক এম ইসরাঈল হোসেন। তিনি বলেন, ‘এক সময় বলা হতো মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। এখন মাদ্রাসার শিক্ষার্থীরাও জাতীয় পর্যায়ে সাফল্য অর্জন করছে।’

প্রিন্সিপাল মাওলানা শেখ মো. আব্দুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজ উদ্দিন, ইসলামিক সোসাইটির চেয়ারম্যান আব্দুল মান্নান ও ভাইস চেয়ারম্যান এম শাহেদ আলী।

মাদ্রাসা সূত্র জানায়, এবার দাখিল পরীক্ষায় ৩৮ জন শিক্ষার্থীর সবাই পাস করেছেন। এর মধ্যে ৯ জন পেয়েছেন জিপিএ-৫, যার মধ্যে ৭ জন বিজ্ঞান বিভাগ এবং ২ জন মানবিক বিভাগের।

প্রিন্সিপাল বলেন, ‘এই সাফল্য আমাদের জন্য গর্বের। শিক্ষার্থীদের একাগ্রতা, শিক্ষকদের নিষ্ঠা ও অভিভাবকদের সহযোগিতার ফসল এটি। মাদ্রাসা শিক্ষাও জাতীয় উন্নয়নে সমান গুরুত্বপূর্ণ, আমরা এই প্রতিষ্ঠানকে যুগোপযোগী রূপ দিতে কাজ করে যাচ্ছি।’

শাহরিয়ার খান সাকিব/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

পরীক্ষা ও ফলাফল

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর