Logo

সারাদেশ

মানিকগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ, গুপ্ত রাজনীতির বিরুদ্ধে হুঁশিয়ারি

Icon

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ২০:৪৮

মানিকগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ, গুপ্ত রাজনীতির বিরুদ্ধে হুঁশিয়ারি

ছবি : বাংলাদেশের খবর

গুপ্তচক্রের রাজনীতি বন্ধ এবং জামায়াত-শিবিরকে রাজাকার আখ্যা দিয়ে বাংলা ছাড়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছে মানিকগঞ্জ জেলা ছাত্রদল।

সোমবার (১৩ জুলাই) দুপুরে শহরের ল কলেজ এলাকা থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলে অংশগ্রহণকারীরা গোপন তৎপরতায় অভ্যস্ত সংগঠনগুলোর মব তৈরির অপচেষ্টা, শিক্ষা প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদ জানান। একইসঙ্গে তারা সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং গোপনচক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন।

জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ বলেন, ‘ছাত্রসমাজকে টার্গেট করে যে ষড়যন্ত্র চলছে, তা আমরা রাজপথে থেকেই প্রতিহত করব। নিরীহ শিক্ষার্থীদের ব্যবহার করে শিক্ষা পরিবেশ নষ্ট করার পরিকল্পনা হচ্ছে, আমরা তা হতে দেব না।’

মিছিলে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খান সজীব, সহ-সভাপতি মৃদুল কান্তি মণ্ডল, যুগ্ম সম্পাদক জিহাদুল ইসলাম জিহাদ, সাংগঠনিক সম্পাদক সাকিব খান অয়নসহ সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আফ্রিদি আহাম্মেদ/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি বাংলাদেশ জামায়াতে ইসলামী

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর