Logo

সারাদেশ

গৌরনদীতে স্বাস্থ্য কর্মকর্তার টেস্ট বাণিজ্যের অভিযোগে সড়ক অবরোধ

Icon

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ২০:৫৪

গৌরনদীতে স্বাস্থ্য কর্মকর্তার টেস্ট বাণিজ্যের অভিযোগে সড়ক অবরোধ

ছবি : বাংলাদেশের খবর

বরিশালের গৌরনদী উপজেলায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিরুজ্জামানের বিরুদ্ধে টেস্ট বাণিজ্য, দুর্নীতি ও দায়িত্বে অবহেলার অভিযোগে অপসারণের দাবিতে মানববন্ধন, সড়ক অবরোধ ও কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। এ ঘটনায় ভয়ে ওই চিকিৎসক হাসপাতাল থেকে পালিয়ে গেছেন।

সোমবার (১৪ জুলাই) সকাল ১০টায় উপজেলা হাসপাতাল রোডে শুরু হওয়া মানববন্ধনের পর ঢাকা-বরিশাল মহাসড়কের আশোকাঠী বাসস্ট্যান্ড অবরোধ করে বিক্ষোভকারীরা। এতে দুই কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়।

স্থানীয় প্রশাসন ও পুলিশের চেষ্টা সত্ত্বেও আন্দোলনকারীদের সড়ক থেকে সরানো সম্ভব হয়নি। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি ও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার পর আগামী ২৪ ঘণ্টার মধ্যে ডা. মনিরুজ্জামানের অপসারণের আশ্বাস পেয়ে অবরোধ প্রত্যাহার করা হয়।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল গোমস্তা বলেন, ‘দীর্ঘদিন ধরে দুর্নীতিবাজ এ কর্মকর্তার অপসারণ দাবি করলেও ব্যবস্থা নেওয়া হয়নি। টেস্ট বাণিজ্যের কারণে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছিল।’

অভিযোগ আছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ভাইরাল হলেও এখনও স্বাস্থ্য দপ্তর থেকে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি জানান, আশ্বাস মতো ব্যবস্থা নেয়া হবে। অবরোধ প্রত্যাহার হলে যান চলাচল স্বাভাবিক হয়।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সড়ক অবরোধ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর