Logo

সারাদেশ

ফেনীতে টেকসই বাঁধ নির্মাণে সেনা তত্ত্বাবধানে ব্যবস্থা চাইলেন মঞ্জু

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ২০:৫৭

ফেনীতে টেকসই বাঁধ নির্মাণে সেনা তত্ত্বাবধানে ব্যবস্থা চাইলেন মঞ্জু

ছবি : বাংলাদেশের খবর

ফেনীর বন্যা নিয়ন্ত্রণে সেনাবাহিনীর তত্ত্বাবধানে স্থায়ী ও টেকসই বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

সোমবার (১৪ জুলাই) সকালে বন্যা কবলিত ফুলগাজী উপজেলার শ্রীপুর নাপিতপাড়া এলাকায় নদীভাঙন পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘দূর থেকে যা শোনা যায় বাস্তবে অবস্থা আরও ভয়াবহ। প্রতিবছর মানুষকে গবাদিপশু, ঘরবাড়ি ও ফসল হারাতে হচ্ছে। এবার স্থায়ী সমাধান চাই।’

তিনি বলেন, ‘ত্রাণ নয়, আমরা চাই যেন ভবিষ্যতে এমন কৃত্রিম বন্যার পুনরাবৃত্তি না হয়। ভারত অসময়ে পানি ছেড়ে দেয়, আর আমরা প্রস্তুত না থাকায় বারবার ক্ষতিগ্রস্ত হই।’

তিনি আরও বলেন, অনিয়মের কারণে বাঁধ টিকছে না। এবার সেনাবাহিনীর তত্ত্বাবধানে টেকসই বাঁধ নির্মাণে অবিলম্বে কার্যকর ব্যবস্থা নিতে হবে। এছাড়া ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণও নিশ্চিতের আহ্বান জানান তিনি।

পরিদর্শনে এবি পার্টির কেন্দ্রীয়, বিভাগীয় ও জেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। এর আগে মঞ্জু স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং তাদের অভিযোগ ও দুর্ভোগ সরেজমিনে শুনেন।

এম. এমরান পাটোয়ারী/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর