টঙ্গীবাড়ীতে বৃষ্টিতে ভিজে নদী রক্ষায় মানববন্ধন

টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ২১:০০
-68751b9a4f4af.jpg)
ছবি : বাংলাদেশের খবর
ইছামতি নদী ভাঙনের মুখে ভিটেমাটি রক্ষায় বৃষ্টিকে উপেক্ষা করে মানববন্ধনে অংশ নিয়েছেন মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীর শতাধিক মানুষ।
সোমবার (১৪ জুলাই) সকালে উপজেলার আব্দুল্লাপুর ইউনিয়নে নদীর পাড়ে দাঁড়িয়ে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, নদীতে চলা বিশাল আকৃতির বাল্কহেডগুলো ইছামতির স্রোতকে তীব্র করে তোলে। ফলে ভাঙন বাড়ছে। ইতিমধ্যে অনেকে বসতভিটা হারিয়েছেন, কেউ ঘর সরিয়ে নিচ্ছেন, কেউ এখনও আতঙ্ক নিয়ে বসবাস করছেন।
সরকারি উদ্যোগে জিওব্যাগ দিয়ে প্রায় দুই কোটি টাকা ব্যয়ে নির্মিত অস্থায়ী বাঁধটিও হুমকির মুখে। বক্তারা বলেন, ‘বাঁধ নির্মাণ শুরুর সঙ্গে সঙ্গেই আবার বাল্কহেড চলাচল শুরু হয়, ফলে সেই বাঁধ টিকছে না। এতে সরকারি টাকাও জলে যাচ্ছে।’
তারা দ্রুত সময়ের মধ্যে নদীতে বাল্কহেড চলাচল বন্ধ এবং স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানান।
মানববন্ধনে সমাজসেবক আব্দুল আলীম, মাওলানা ইলিয়াস, জনপ্রতিনিধি আকরাম মণ্ডল, শাহনাজ বেগম, মাহমুদা আক্তার, সাংবাদিক আরাফাত রায়হান সাকিবসহ অনেকে অংশ নেন।
এআরএস