Logo

সারাদেশ

টাঙ্গাইলে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

Icon

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল

প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ২১:০৪

টাঙ্গাইলে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

ছবি : বাংলাদেশের খবর

টাঙ্গাইলে আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। সোমবার (১৪ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের সভাকক্ষে আয়োজিত সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের প্রতিনিধিরা অংশ নেন।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক। সভাপতিত্ব করেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক আবদুল লতিফ মোল্লা।

বক্তব্য দেন সিভিল সার্জন ডা. ফরাজী মো. মাহবুবুল আলম মঞ্জু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার মোরাদ হোসেন এবং টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ।

বক্তারা বলেন, জনসংখ্যা একটি গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যু। পরিকল্পিত পরিবার ও স্বাস্থ্য সচেতনতা নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

আলোচনা শেষে পরিবার পরিকল্পনা, স্বাস্থ্যসেবা ও জনসচেতনতা বৃদ্ধিতে বিশেষ অবদান রাখায় ১০ জনকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হয়।

রেজাউল করিম/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর