Logo

সারাদেশ

মেহেরপুরে ‘জুলাই স্মৃতি স্তম্ভ’ নির্মাণকাজ শুরু

Icon

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ২১:০৯

মেহেরপুরে ‘জুলাই স্মৃতি স্তম্ভ’ নির্মাণকাজ শুরু

ছবি : বাংলাদেশের খবর

মেহেরপুরে জুলাই শহীদদের স্মরণে ‘জুলাই স্মৃতি স্তম্ভ’ নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৪ জুলাই) সকালে শহরের কলেজ মোড়ে জেলা প্রশাসক সিফাত মেনহাজ এই নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. নজরুল কবীর, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এস এম রফিকুল হাসান, সিভিল সার্জন ডা. এস এম আবু সাঈদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে ১৪ লাখ টাকা ব্যয়ে স্মৃতি স্তম্ভটি নির্মাণ করা হচ্ছে। শহীদদের স্মৃতি সংরক্ষণ এবং নতুন প্রজন্মকে ইতিহাস সম্পর্কে সচেতন করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

আকতারুজ্জামান/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জুলাই অভ্যুত্থান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর