Logo

সারাদেশ

টেকনাফ স্থলবন্দরে সাড়ে ৩ মাস ধরে আমদানি-রপ্তানি বন্ধ

বিপাকে শতাধিক ব্যবসায়ী

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ২১:১৮

টেকনাফ স্থলবন্দরে সাড়ে ৩ মাস ধরে আমদানি-রপ্তানি বন্ধ

ছবি : বাংলাদেশের খবর

টেকনাফ স্থলবন্দর দিয়ে মিয়ানমারের সঙ্গে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে টানা সাড়ে তিন মাস ধরে। এতে করে বিপাকে পড়েছেন শতাধিক ব্যবসায়ী, বেকার হয়ে পড়েছেন দেড় হাজারের বেশি শ্রমিক। গুদামে পচে নষ্ট হয়েছে কোটি টাকার পণ্য।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, মিয়ানমারে রপ্তানির জন্য মজুত করা সিমেন্ট, আলুসহ বিভিন্ন খাদ্যপণ্য নষ্ট হয়ে গেছে। রাখাইন রাজ্যে আরাকান আর্মির সম্মতি না পাওয়ায় মিয়ানমার সীমান্ত দিয়ে কোনো পণ্য প্রবেশ বা রপ্তানি করা যাচ্ছে না।

ব্যবসায়ী মো. কাইয়ুম বলেন, ‘সরকারি হস্তক্ষেপ ছাড়া সীমান্ত বাণিজ্য চালু হবে না।’
শ্রমিক সর্দার আলম জানান, বেকার হয়ে পড়েছেন টেকনাফ বন্দরের অন্তত দেড় হাজার শ্রমিক।

টেকনাফ স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা মো. সোহেল উদ্দিন জানান, চলতি অর্থবছরে এখন পর্যন্ত কোনো রাজস্ব আদায় হয়নি। তবে বাণিজ্য বন্ধের বিষয়ে তারা কোনো আনুষ্ঠানিক নোটিশও পাননি।

কক্সবাজার চেম্বার সভাপতি আবু মোর্শেদ খোকা বলেন, ‘দুই দেশের আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব। তা না হলে বন্দর ও ব্যবসা—দুটোই ধ্বংসের মুখে পড়বে।’

উল্লেখ্য, সীমান্তে চোরাচালান প্রতিরোধে ১৯৯৫ সালে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত বাণিজ্য চালু হয়েছিল।

ইমতিয়াজ মাহমুদ ইমন/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আমদানি-রপ্তানি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর