কুমিল্লায় যে সড়কে বার মাস থাকে জলাবদ্ধতা

সোহাইবুল ইসলাম সোহাগ, কুমিল্লা
প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ২১:২৪
-687521350575f.jpg)
ছবি : বাংলাদেশের খবর
কুমিল্লা নগরীর গুরুত্বপূর্ণ বিসিক সড়কে বছরের বেশিরভাগ সময়ই থাকে জলাবদ্ধতা। বর্ষা এলেই দুর্ভোগ আরও বেড়ে যায় কয়েকগুণ।
ময়লা-আবর্জনায় বন্ধ ড্রেন, রাস্তা ভেঙে খানাখন্দে পরিণত—এসব মিলেই প্রতিনিয়ত চরম দুর্ভোগে পড়ছেন এলাকাবাসী ও শিল্পাঞ্চলের কর্মজীবীরা।
সরেজমিন দেখা যায়, বিসিক প্রধান সড়কের মাঝখানে জমে থাকা পানিতে ময়লা ভেসে বেড়াচ্ছে। মালামাল ও মানুষ পার হচ্ছে হাঁটুপানি মাড়িয়ে। দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী। ড্রেন সরু ও বন্ধ হয়ে যাওয়ায় পানি চলাচল একপ্রকার বন্ধ। বিসিকের অভ্যন্তরীণ কিছু সড়ক সংস্কার হলেও প্রধান সড়কসহ অধিকাংশেরই বেহাল দশা।
বিসিক কুমিল্লা অফিস সূত্রে জানা যায়, ৫৪.৩৫ একর জায়গার ওপর প্রতিষ্ঠিত এই শিল্পাঞ্চলে বর্তমানে ১৩৪টি প্রতিষ্ঠান সচল রয়েছে। প্রায় আট হাজার শ্রমিক কাজ করছেন এখানে। পণ্যবাহী গাড়ি চলাচলের প্রধান রাস্তাটিই বছরের পর বছর পড়ে রয়েছে অবহেলায়।
অশোকতলা এলাকার বাসিন্দা শুভ বলেন, ‘বারো মাসই পানি জমে থাকে। হাঁটুসমান পানি পার হয়ে বাসায় ফিরতে হয়।’
বিসিক থেকে পাউরুটি সরবরাহকারী জলিল মিয়া বলেন, ‘এই সড়কে মালামাল আনতে-নিতে জীবন শেষ হয়ে যায়।’
এ বিষয়ে বিসিক কুমিল্লার উপমহাব্যবস্থাপক মো. মুনতাসীর মামুন বলেন, ‘কিছু সড়ক সংস্কার করা হয়েছে। সিটি করপোরেশন আমাদের জানিয়েছে—চলতি অর্থবছরেই পুরো ড্রেনেজ ও সড়কের কাজ শুরু হবে।’
কুমিল্লা সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন বলেন, ‘বিসিক এলাকার সড়ক ও ড্রেনেজ উন্নয়নের জন্য প্রকল্প অনুমোদিত হয়েছে। দ্রুত কাজ শুরু হবে।’
এআরএস