-687521eae9534.jpg)
ছবি : বাংলাদেশের খবর
২০২৫ সালের এসএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডে সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম হয়েছেন কুমিল্লার মেয়ে অনামিকা দেবনাথ।
তিনি ফেনী গার্লস ক্যাডেট কলেজের শিক্ষার্থী। মোট ১৩০০ নম্বরের মধ্যে তাঁর প্রাপ্ত নম্বর ১২৬৪।
অনামিকার বাড়ি কুমিল্লা নগরীর দিগম্বরীতলা এলাকায়। তাঁর বাবা দিলীপ কুমার দেবনাথ ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত এবং মা বীণা দেবনাথ কুমিল্লার ঝাকুনিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।
সোমবার দুপুরে নিজের সাফল্য সম্পর্কে কথা বলেন অনামিকা। তিনি জানান, ‘আমি সপ্তম শ্রেণি থেকে ফেনী গার্লস ক্যাডেট কলেজে পড়ছি। আমার এই ফলাফলের পেছনে সবচেয়ে বেশি অবদান আমার শিক্ষকদের। তাঁরা গাইডলাইন না দিলে এত দূর আসা হতো না।’
ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে অনামিকা বলেন, ‘আমি বড় হয়ে উদ্যোক্তা হতে চাই। রিসার্চভিত্তিক কাজ করতে ভালো লাগে।’
নিজের সাফল্যের মূল চাবিকাঠি হিসেবে অনামিকা আত্মবিশ্বাস ও নিয়মিত পড়াশোনাকে গুরুত্ব দেন। বলেন, ‘ক্যাডেট কলেজে নিয়মিত রুটিন মেনে চলতাম। সকালবেলা পদার্থবিজ্ঞান ও জীববিজ্ঞান পড়তাম। বিকেলে স্কুলের কাজ করতাম। রাতে সমস্যা যেসব বিষয়ে ছিল, সেগুলো নিয়ে পড়তাম।’ কবিতা আবৃত্তি অনামিকার শখ এবং এ বিষয়েও আগ্রহ আছে তাঁর।
অনামিকার মা বীণা দেবনাথ বলেন, ‘মেয়ের সফলতায় গর্বিত আমি। তার শিক্ষকেরা তাকে সবচেয়ে বেশি সাহায্য করেছেন। আমি চাই, সে বড় হয়ে মানুষের কল্যাণে কাজ করুক।’
প্রসঙ্গত, এ বছর কুমিল্লা বোর্ডে গড় পাসের হার ৬৩ দশমিক ৬০ শতাংশ। জিপিএ–৫ পেয়েছেন ৯ হাজার ৯০২ জন।
এআরএস