Logo

সারাদেশ

ঠাকুরগাঁওয়ে ছাত্রদলের বিক্ষোভ

Icon

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ২১:৩০

ঠাকুরগাঁওয়ে ছাত্রদলের বিক্ষোভ

ছবি : বাংলাদেশের খবর

ঠাকুরগাঁওয়ে গুপ্তচর সংস্থার মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষা প্রতিষ্ঠানে সুষ্ঠু পরিবেশ নষ্ট ও সার্বিক আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদে জেলা জাতীয়তাবাদী ছাত্রদল বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।

সোমবার (১৪ জুলাই) দুপুরে জেলা বিএনপির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়

বিক্ষোভে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. পয়গাম আলী, দপ্তর সম্পাদক মামুন অর রশিদ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. কামরুজ্জামান কামু, জেলা ছাত্রদলের সভাপতি মো. কায়েস, সদস্য সচিব মো. বাবু ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. সুমন ইসলামসহ ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ অভিযোগ করেন, দেশের গোয়েন্দা সংস্থাগুলো রাজনৈতিক উদ্দেশ্যে মব সৃষ্টি করছে। শিক্ষা প্রতিষ্ঠানে পরিকল্পিত অরাজকতা সৃষ্টি ও ছাত্রদের মধ্যে আতঙ্ক ছড়ানো হচ্ছে, যার ফলে শিক্ষার পরিবেশ ভেঙে পড়েছে।

তারা আরও বলেন, গণতন্ত্র, শিক্ষা ও নিরাপত্তায় ভয়াবহ সংকট চলছে। ছাত্রদল এই অবস্থার বিরুদ্ধে সারাদেশে প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাচ্ছে এবং জনগণকে সচেতন করছে।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি বিক্ষোভ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর