Logo

সারাদেশ

লক্ষ্মীপুরে রাস্তাঘাটের বেহাল দশায় নির্বাহী প্রকৌশলীর ‘গায়েবানা জানাজা'

Icon

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ২১:৩৭

লক্ষ্মীপুরে রাস্তাঘাটের বেহাল দশায় নির্বাহী প্রকৌশলীর ‘গায়েবানা জানাজা'

ছবি : বাংলাদেশের খবর

দীর্ঘদিন যাবৎ অনুপযোগী হয়ে থাকা লক্ষ্মীপুরের বিভিন্ন সড়কের সংস্কারের উদ্যোগ না নেওয়ায় সড়ক ও জনপদ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলীসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ‘গায়েবানা জানাজা’ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয়রা।

সোমবার (১৪ জুলাই) সকাল ১১টায় জেলা শহরের দক্ষিণ তেমুহনীস্থ সওজ অফিসের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে।

বক্তারা জানান, লক্ষ্মীপুরের গুরুত্বপূর্ণ সড়কগুলো সংস্কারহীন হয়ে পড়ে থাকায় যানবাহন চলাচল ও পথচারীদের দুর্ভোগ বাড়ছে।

সংস্কারের বরাদ্দ থাকা সত্ত্বেও ঠিকাদারদের গাফিলতি ও দুর্নীতির কারণে কাজের মান নিম্নমানের হওয়ায় সড়ক দ্রুতই ভেঙে যায়।

বারবার অভিযোগ জানানো হলেও নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলামসহ সংশ্লিষ্টরা কার্যকর পদক্ষেপ নেননি।

প্রতিবাদে ‘গায়েবানা জানাজা’ ও মানববন্ধন কর্মসূচি আয়োজন করা হয়। বক্তারা অবিলম্বে টেকসই সড়ক সংস্কারের দাবি জানিয়ে জানান। দাবিপূরণ না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জনদুর্ভোগ মানববন্ধন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর