Logo

সারাদেশ

খাগড়াছড়িতে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন

Icon

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ২১:৪০

খাগড়াছড়িতে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন

ছবি : বাংলাদেশের খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে খাগড়াছড়ি সরকারি কলেজ প্রাঙ্গণে ৪ শতক জায়গায় স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

সোমবার (১৪ জুলাই) সকাল সাড়ে ১০টায় জেলা বাস্তবায়ন কমিটির আয়োজনে স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার।

উদ্বোধনের পর আহতদের জন্য শুভকামনা ও শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া প্রার্থনা করা হয়।

অনুষ্ঠানে খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক মারুফ হাসান, বিভাগীয় বন কর্মকর্তা ফরিদ মিঞা, খাগড়াছড়ি সরকারি কলেজ অধ্যক্ষ সরাফত হোসেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, প্রেসক্লাব সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, এনসিপি দক্ষিণাঞ্চলের সংগঠক মনজিলা ঝুমা, আহত বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি রাকিব মনি ইফতি, মো. জাহিদ, মো. তপু, মো. জুনায়েদসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জুলাই অভ্যুত্থান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর