Logo

সারাদেশ

নরসিংদীতে মাদক কারবারির বাড়িতে যুবককে নির্মম হত্যার অভিযোগ

Icon

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ২১:৪৬

নরসিংদীতে মাদক কারবারির বাড়িতে যুবককে নির্মম হত্যার অভিযোগ

ছবি : বাংলাদেশের খবর

নরসিংদীর শীলমান্দী ইউনিয়নের বাগহাটা টেকপাড়া গ্রামে মাদক ব্যবসায়ী দুলালের বাড়িতে এক যুবককে আটকে রেখে নির্মম নির্যাতনের পর হত্যার অভিযোগ উঠেছে।

সোমবার (১৪ জুলাই) সকালে শেখেরচর ফাঁড়ি ও মডেল থানা পুলিশ মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে মর্গে পাঠায়।

নিহত সাজিদ হোসেন (২২) বাগহাটা গ্রামের আব্দুল আজিজের ছেলে।

স্বজনদের অভিযোগ, দুলাল ও তার সহযোগীরা সাজিদকে কয়েক দিন ধরে বাড়িতে আটকে রেখে নির্যাতন করে হত্যা করে পালিয়ে গেছে।

রোববার দিবাগত রাত ২টার দিকে নিহতের মা মুসলেমা বেগম খবর পেয়ে দুলালের বাড়িতে গেলে বাড়ির গেইট তালা পাওয়া যায়। পরে স্বজনরা তালা ভেঙে প্রবেশ করে ঘরের ভেতর সাজিদের মরদেহ দেখতে পায়। এ ঘটনায় স্থানীয়রা দ্রুত বিচারের দাবি জানান।

স্থানীয় বাসিন্দারা বলেন, দুলাল মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং স্থানীয় রাজনৈতিক নেতাদের অনুসারী। সে সাজিদকে প্রলোভন দেখিয়ে মাদক ব্যবসায় যুক্ত করেছিল। ধারণা করা হচ্ছে ব্যবসার তথ্য ফাঁস হওয়ায় হত্যা করেছে তারা।

নিহতের মা মুসলেমা বেগম বলেন, ‘আমার একমাত্র ছেলে পাঁচদিন ধরে নির্যাতিত হয়েছে। তাকে বাঁচাতে ৫০ হাজার টাকা চাওয়া হয়েছিল। টাকা দিতে না পারায় তারা বাড়ির দলিল নিতে চেয়েছিল। গতকাল আমরা ছেলেকে দেখতে গেলে তাকে দেখতে দেয়নি তারা। শেষ পর্যন্ত ছেলেকে নির্মমভাবে হত্যা করেছে। বিচার চাই।’

নরসিংদী মডেল থানার ওসি এমদাদুল হক জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। নিহতের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। লাশ উদ্ধারের বাড়ির ব্যক্তিরাও মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। হত্যার কারণ তদন্ত চলছে।

সুমন রায়/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হত্যা / খুন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর