বরগুনায় এনসিপির পদযাত্রায় জনস্রোত
সংস্কার ছাড়া নতুন বাংলাদেশ সম্ভব নয় : নাহিদ ইসলাম

খান নাঈম, বরগুনা
প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ২১:৫৭
-687528f81aee8.jpg)
ছবি : বাংলাদেশের খবর
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বরগুনায় পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ জুলাই) সন্ধ্যা ৬টায় পৌর মার্কেট চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এর আগে বরগুনা টাউন হল জিরো পয়েন্ট থেকে পদযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে গিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, মুখপাত্র সামান্তা শারমিন, দক্ষিণাঞ্চলের কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম ও যুগ্ম সদস্য সচিব ডা. মাহমুদা মিতু।
ডা. তাসনিম জারা বলেন, ‘বরগুনা একটি সুন্দর এলাকা হলেও এখানকার যাতায়াত ও চিকিৎসা ব্যবস্থার অবস্থা খুবই করুণ। নাগরিক অধিকার নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে রাষ্ট্র। জনগণের করের টাকায় যারা সুবিধা ভোগ করেন, তারা নাগরিক দুর্ভোগের দায় এড়াতে পারেন না।’
মুখপাত্র সামান্তা শারমিন বলেন, ‘আপনারা আমাদের প্রতি যে সমর্থন দেখাচ্ছেন, সেটি শুধু একটি দলের প্রতি নয়—এটি গণঅভ্যুত্থানের শক্তির প্রতিচ্ছবি।’
হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমাদের পথ রুদ্ধ করার চেষ্টা চলছে। তবে এ লড়াইয়ে বিজয় আমাদের হবেই। সকল অপশক্তির বিরুদ্ধে দীর্ঘ সংগ্রামের প্রস্তুতি নিতে হবে।’
সারজিস আলম বলেন, ‘ডেঙ্গুতে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে বরগুনা। আমরা দেখেছি—এখানকার হাসপাতালগুলোতে ডাক্তার থাকেন না। উন্নয়নের নামে হাসপাতালগুলো লুটপাটের কেন্দ্রে পরিণত হয়েছে।’
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘এই জনসভাকে জনসমুদ্রে পরিণত করায় বরগুনাবাসীকে ধন্যবাদ জানাই। বরগুনার জনগণ নদী ও দুর্যোগের সঙ্গে সংগ্রাম করে বেঁচে থাকে, অথচ তাদের দিকে কেউ তাকায় না।’
তিনি আরও বলেন, ‘জুলাই অভ্যুত্থানে আমরা শেখ হাসিনাকে দেশত্যাগে বাধ্য করেছিলাম। যারা গুম-দুর্নীতি করত, তাদের শাসন থেকে মুক্তি পেতে ছাত্রজনতা রাস্তায় নেমেছিল। সেই শহীদদের কারণেই আজ আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি।’
বরগুনার সন্তান সোহাগকে ঢাকায় রাজনৈতিক চাঁদাবাজদের হাতে হত্যার অভিযোগ তুলে তিনি বলেন, ‘আপনারা প্রতিবাদ গড়ে তুলুন। যাদের প্রশ্রয়ে এই অপরাধ চলে, তাদের রুখে দিন।’
নাহিদ বলেন, ‘আমরা পরিবেশবান্ধব উন্নয়ন চাই, গণহত্যার বিচার চাই। সংস্কার ছাড়া আমরা নতুন বাংলাদেশ পাবো না। আমরা চাই উচ্চকক্ষ গঠিত হোক, চাই দুদক ও নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে গঠিত হোক। আমরা আর কোনো স্বৈরতন্ত্র ফেরত আসতে দেব না।’
এআরএস