Logo

সারাদেশ

বগুড়ার শ্রেষ্ঠ চেয়ারম্যান ফরিদ উদ্দিন সরকার

Icon

বগুড়া প্রতিনিধি

প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ০৮:২৫

বগুড়ার শ্রেষ্ঠ চেয়ারম্যান ফরিদ উদ্দিন সরকার

ছবি : বাংলাদেশের খবর

পরিবার পরিকল্পনা বিভাগ ও ইউনিয়ন পর্যায়ে উন্নয়নমূলক কর্মকাণ্ড, জনসেবা, দক্ষ নেতৃত্ব ও সামাজিক উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় বগুড়া সদর উপজেলার সাবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদ উদ্দিন সরকারকে জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়েছে।

সোমবার (১৪ জুলাই) জেলা প্রশাসনের এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হয়। এসময় বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজ (যুগ্মসচিব) তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

ফরিদ উদ্দিন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই ইউনিয়নের অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও কৃষি খাতে যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করেন। বিশেষ করে সরকারি সেবাকে ডিজিটালাইজেশনের মাধ্যমে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তার ভূমিকা ছিল প্রশংসনীয়।

শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় ফরিদ উদ্দিন সরকার বলেন, পরিবার পরিকল্পনার সকল বিভাগ সহ এই সম্মাননা আমার ইউনিয়নের প্রতিটি মানুষের প্রাপ্য। আমি জনগণের সেবক হয়ে কাজ করেছি, ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ তার এই অর্জনকে সাধুবাদ জানিয়ে বলেন, এই সম্মাননায় বগুড়ার স্থানীয় সরকারের প্রতি মানুষের আস্থা আরও বাড়বে।

  • জুয়েল হাসান/এমআই
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর