Logo

সারাদেশ

পাবনায় লঞ্চঘাটে নারী আটক, ২০০টি স্বর্ণের আংটি উদ্ধার

Icon

বেড়া (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ০৯:০২

পাবনায় লঞ্চঘাটে নারী আটক, ২০০টি স্বর্ণের আংটি উদ্ধার

ছবি : বাংলাদেশের খবর

পাবনার বেড়া উপজেলার কাজিরহাট লঞ্চঘাট থেকে মঙ্গলবার সকালে বিপুল পরিমাণ স্বর্ণের আংটিসহ এক নারীকে আটক করেছে নৌ-পুলিশ। আটক নারীর কাছ থেকে প্রায় ২০০টি স্বর্ণের আংটি উদ্ধার করা হয়েছে, যেগুলো তুলা ও কাপড়ে মোড়ানো অবস্থায় ছিল।

নৌ-পুলিশ জানায়, সকালে ঘাট কর্তৃপক্ষ এক নারীর গতিবিধিতে সন্দেহ প্রকাশ করে তাকে বসিয়ে রাখে। পরে খবর পেয়ে কাজিরহাট নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ওই নারীর ব্যাগ ও অন্যান্য জিনিসপত্র তল্লাশি করেন। তল্লাশির একপর্যায়ে তার ব্যাগের ভেতর থেকে কাপড় ও তুলার মোড়কে পেঁচানো অবস্থায় স্বর্ণের আংটিগুলো উদ্ধার করা হয়।

নৌ-পুলিশের একজন কর্মকর্তা বলেন, ‘এটা কোনো সাধারণ ঘটনা নয়। আমরা ধারণা করছি, এটি একটি বড় চোরাচালান চক্রের অংশ। ওই নারীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।’

এ বিষয়ে পাবনা জেলা পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘এই চক্রটি স্থানীয় না বহিরাগত, সেটা খতিয়ে দেখা হচ্ছে। দ্রুতই চক্রের মূল হোতাসহ অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চালানো হবে।’

  • মো. বাবুল হোসেন/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আটক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর