Logo

সারাদেশ

সিআইডি পরিচয়ে ডাকাতি, শ্রমিকদলের সভাপতিসহ আটক ৫

Icon

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ০৯:১৪

সিআইডি পরিচয়ে ডাকাতি, শ্রমিকদলের সভাপতিসহ আটক ৫

ছবি : বাংলাদেশের খবর

কুমিল্লার চান্দিনায় সিআইডি পরিচয় ডাকাতির সময় চান্দিনা পৌরসভা শ্রমিকদলের সভাপতি সোহেল মুন্সিসহ প্রতারক চক্রের ৫ জনকে আটক করেছে যৌথবাহিনী।

সোমবার (১৪ জুলাই) তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠনো হয়েছে।

আটকৃতরা হলেন- চান্দিনা পৌরসভা শ্রমিকদলের যুগ্ম আহ্বায়ক ও ১নং ওয়ার্ড শ্রমিকদল সভাপতি সোহেল মুন্সি (৩৯), সোহাগ আহমেদ (৩৫),  মো. রাসেল মিয়া (২৯),  মো. হানিফ (২৭) ও মো. ফয়সাল (২৭)।

জানা যায়, ১১ জুলাই মালয়েশিয়া প্রবাসী সোহেল সরকার প্রবাস থেকে তার শ্বশুরবাড়ি চান্দিনা উপজেলার ছায়কোট গ্রামে আসেন।

সোহেল সরকার জানান, গত (১৩ জুলাই) দুপুর দেড়টার দিকে ৫-৬ জন লোক আমার শ্বশুর বাড়িতে গিয়ে আমার খোঁজ করেন। এসময় তারা নিজেদের সিআইডি পরিচয় দেন। আমি ঘর থেকে বের হয়ে আসতেই তারা আমাকে ঝাপটে ধরে এবং আমার কাছে অবৈধ মাল আছে বলে জানায়। পরে তারা আমার শ্বশুরের ঘর থেকে আমার বিদেশ থেকে আনা প্রায় ৯ ভরি স্বর্ণালংকার, ১টি আইফোন ও ১টি স্মার্ট ফোনসহ আমাকে বাড়ি থেকে তুলে আনে। 

তিনি আরও জানান, তারা আমাকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনার কাঠেরপুল এলাকায় এনে ২ লাখ টাকা দাবি করে আমার স্ত্রীকে ফোন দেয়। আমার স্ত্রী চান্দিনা সেনা ক্যাম্পে গিয়ে বিষয়টি জানালে সেনা বাহিনীর সদস্যরা আমাকে তাদের কবল থেকে উদ্ধার করে এবং সাথে সাথে সোহেল মুন্সিসহ ২ জনকে আটক করে।

এ বিষয়ে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সেনাবাহিনীর সদস্যরা ২ জনকে আটক করে থানায় দিলে আমরা অভিযান চালিয়ে আরও ৩ জনকে আটক করি।’

  • সোহাইবুল ইসলাম সোহাগ/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি আটক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর