মব সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে মৌলভীবাজারে ছাত্রদলের বিক্ষোভ

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ১০:১০
-(13)-6875d4bf96623.jpg)
ছবি : বাংলাদেশের খবর
মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা, সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কর্মসূচি পালন করেছে মৌলভীবাজার জেলা ছাত্রদল।
সোমবার (১৪ জুলাই) বিকেলে শহরের পৌরসভা চত্বর থেকে মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক ঘুরে সদর সার্কেলের সহকারী পুলিশ সুপারের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি রুবেল মিয়া, সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান, সিনিয়র সহসভাপতি মাজহারুল ইসলাম মহসিন, সাধারণ সম্পাদক শাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ইমামুল হক রিপনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় বক্তারা গুপ্ত সংগঠনের তৎপরতার তীব্র নিন্দা জানান এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার পাশাপাশি সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার দাবি জানান।
জেলা ছাত্রদলের সভাপতি রুবেল মিয়া বলেন, ‘শিক্ষাঙ্গনে গুম-খুনের রাজনীতি ফিরিয়ে আনতেই গুপ্ত সংগঠনকে ব্যবহার করা হচ্ছে। আমরা ছাত্রসমাজকে সচেতন করছি-এই অপতৎপরতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’
সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান বলেন, ‘ছাত্রদের কাঁধে দেশের ভবিষ্যৎ। অথচ একটি মহল তাদের বিভ্রান্ত করে রাজনীতির নাম করে ধ্বংসের পথে নিতে চায়। এই ষড়যন্ত্র আমরা মাঠে প্রতিহত করব।’
- শাহরিয়ার খান সাকিব/এমআই