Logo

সারাদেশ

অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ, মহেশপুর সীমান্তে আটক ৮

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ১২:০৭

অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ, মহেশপুর সীমান্তে আটক ৮

ছবি : বাংলাদেশের খবর

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় নারী-পুরুষ ও শিশসহ ৮ জনকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। গত ৪৮ ঘণ্টার মধ্যে উপজেলার খোসালপুর ও বাঘা ডাংগা থেকে তাদেরকে আটক করা হয়।

৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক আবু হানিফ মো. সিহানুক জানান, সোমবার (১৪ জুলাই) দুপুর ১২টায় বাঘাডাংগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৬০/৪১-আর থেকে আনুমানিক ৩০০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে বাঘাডাংগা গ্রামের দুইতলা মসজিদে সামনে হতে নিয়মিত টহল পরিচালনা করে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে প্রবেশের সময় ৬ জনকে আটক করা হয়। এর মধ্যে দুই জন পুরুষ, একজন নারী ও ৩ জন শিশু রয়েছে। তাদের বাড়ি ঝিনাইদহ ও গোপালগঞ্জ জেলায় ।

অন্যদিকে ১৩ জুলাই বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার খোসালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৬০/৭৪-আর হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খোসালপুর গ্রামের মো. আজিজুল মোল্যার মেহগনি বাগানের মধ্যে হতে নিয়মিত টহল পরিচালনা করে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে প্রবেশের সময় ২ জনকে আটক করতে সক্ষম হয়। তারা দুইজনই পুরুষ। তাদের বাড়ি পিরোজপুর ও রাজশাহী জেলায়।

তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ।

  • এম বুরহান উদ্দীন/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আটক ভারত সীমান্ত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর