ছাত্রজনতার আন্দোলনের মুখে বদলি হলেন গৌরনদীর স্বাস্থ্য কর্মকর্তা

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ১২:৩২
-(25)-6875f6151c9a2.jpg)
ডা. মনিরুজ্জামান। ছবি : সংগৃহীত
গৌরনদীতে ছাত্র-জনতার আন্দোলনের মুখে অবশেষে বরখাস্ত হলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিরুজ্জামান।
সোমবার (১৪ জুলাই) রাতে স্বাস্থ্য অধিদপ্তর তাকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বদলি করে বরিশাল ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে লেকচারার হিসেবে পদায়ন করে। তার স্থলে নতুন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের ওএসডি (অতিরিক্ত) মো. শাহতা জারাব সালেহিন।
সোমবার সকালে স্বাস্থ্য সেবায় দুর্নীতি, দায়িত্বে গাফিলতি, টেস্ট বাণিজ্য এবং রোগীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ তুলে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করে গৌরনদীর সাধারণ ছাত্র-জনতা। প্রায় দুই ঘণ্টা মহাসড়ক অবরোধের পর গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত তারা মৌরি, সহকারী কমিশনার (ভূমি) রাজীব হোসেন ও থানার ওসি মো. ইউনুস মিয়া ঘটনাস্থলে উপস্থিত হয়ে ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন।
বরিশালের সিভিল সার্জন ডা. এসএম মনজুর-এ-এলাহী বিষয়টি নিশ্চিত করে বলেন, আন্দোলনের পরিপ্রেক্ষিতেই স্বাস্থ্য অধিদপ্তর এই বদলির সিদ্ধান্ত নেয়।
জানা গেছে, ডা. মনিরুজ্জামানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সরকারি চিকিৎসাসেবার পরিবর্তে ব্যক্তিস্বার্থে কমিশন বাণিজ্যে জড়িত থাকার অভিযোগ রয়েছে। রোগীদের সরকারি ল্যাবে না পাঠিয়ে বাইরে নির্দিষ্ট একটি বেসরকারি ক্লিনিকে ‘৭ নম্বর’ কোডে টেস্ট করাতে বাধ্য করা হতো, যেখান থেকে তিনি আর্থিক সুবিধা পেতেন। এতে রোগীদের বাড়তি খরচের পাশাপাশি হয়রানির শিকার হতে হতো।
- এস এম মিজান/এমআই