ফতুল্লা থেকে নিখোঁজ সাব্বিত, ফিরে পেতে আকুতি বাবা হানিফ ওয়াহিদের

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ১২:৩৩
-6875f6533c514.jpg)
নারায়ণগঞ্জের ফতুল্লা থানার এনায়েতনগর ইউনিয়ন থেকে নিখোঁজ হয়েছেন ১৯ বছর বয়সী এক মানসিক প্রতিবন্ধী কিশোর। ছেলেটির নাম সাব্বিত। তার গায়ের রং ফরসা, উচ্চতা আনুমানিক ৫ ফুট ৩ ইঞ্চি। সে কথা বলতে পারে না এবং বাবা-মা ছাড়া কাউকে চিনতে বা কোনো কিছুর সঠিক প্রতিক্রিয়াও দিতে পারে না।
নিখোঁজ হওয়ার সময় তার গলায় একটি লকেট ছিল, যেখানে তার বাবার মোবাইল নম্বর লেখা আছে।
পরিবার জানিয়েছে, ১৩ জুলাই রাত আনুমানিক ৮টার দিকে বাসা থেকে বেরিয়ে যায় সাব্বিত। তারপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, মানসিক প্রতিবন্ধকতার কারণে সে পথ ভুলে কোথাও হারিয়ে গেছে। এ ঘটনায় ফতুল্লা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
ছেলেটির সন্ধান চেয়ে কাতর আকুতি জানিয়েছেন তার বাবা জনপ্রিয় রম্যলেখক হানিফ ওয়াহিদ। নিজের ফেসবুকে ছেলের একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘পিঁপড়ার মতো মানুষ দেখি, ওকে দেখি না। আহা রে! বাবা, তুই কই?’
আরেকটি পোস্টে তিনি অনুরোধ করেছেন, ‘আমার ফেসবুকের সকল বন্ধুদের বিনীতভাবে অনুরোধ করছি এই পোস্টটি শেয়ার করে আমার ছেলেকে খুঁজে পেতে সাহায্য করবেন।’
সাব্বিতের খোঁজ পেলে বা কোথাও দেখলে ০১৭৪১৫৯৯৮৫৪ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
পরিবারের পক্ষ থেকে জানা গেছে, সাব্বিত খুব সহজ-সরল ও নিরীহ প্রকৃতির ছেলে। সে কোনো ক্ষতি করতে বা প্রতিরোধ করতে পারে না। যদি কেউ ছেলেটিকে দেখে থাকেন কিংবা কোনো তথ্য জানতে পারেন, তাহলে অনুগ্রহ করে উপরোক্ত নম্বরে যোগাযোগ করে মানবিক দায়িত্ব পালন করুন।
- এমএইচএস/এটিআর