ডাকাতি করতে এসে প্রবাসী নববধূকে পালাক্রমে ধর্ষণ, আটক ২

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ১৪:১৪
-(30)-68760df095536.jpg)
ছবি : বাংলাদেশের খবর
পটুয়াখালীর কলাপাড়ায় সংঘবদ্ধ ডাকাতি ও ধর্ষণের এক লোমহর্ষক ঘটনা ঘটেছে। রোববার (১৩ জুলাই) দিবাগত রাত ২-৩টার মধ্যে কলাপাড়া পৌরশহরের পার্শ্ববর্তী টিয়াখালী এলাকার একটি বাড়িতে ডাকাতি ও ধর্ষণের এই ঘটনা ঘটে।
জানা গেছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কাজী তরিকুল ইসলাম সুনানের বাড়িতে হামলা চালিয়ে ৭-৮ জনের একটি ডাকাতদল অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে ফেলে। ডাকাতরা ঘরের সদস্যদের হাত-পা ও মুখ বেঁধে একটি কক্ষে আটকে রাখে এবং আলমিরা ও শোকেস ভেঙে ১৩ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫০ হাজার টাকা লুট করে নেয়।
এ সময় কাজী সুনানের সদ্যবিবাহিতা আমেরিকা প্রবাসী স্ত্রীকে পাশের কক্ষে নিয়ে গিয়ে চারজন ডাকাত পালাক্রমে ধর্ষণ করে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে সোমবার (১৪ জুলাই) বিকেলে পটুয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. আনোয়ার হোসেন জাহিদ, ডিবি পুলিশের সদস্যসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা ভুক্তভোগীদের কাছ থেকে ঘটনার বিস্তারিত শুনে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
ভুক্তভোগী শিক্ষক কাজী তরিকুল ইসলাম জানান, ডাকাতদল বারান্দার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে এবং অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে ফেলেন। তাদের চাপে আলমিরা ও শোকেসের চাবি দিতে বাধ্য হন তিনি। পরে ডাকাতরা বাড়ির প্রতিটি কক্ষে তাণ্ডব চালিয়ে মূল্যবান মালামাল লুট করে।
পুলিশ জানায়, ইতোমধ্যে ভুক্তভোগী নববধূর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং তার জবানবন্দি গ্রহণ করা হয়েছে। এই ঘটনায় শাকিল ও রাসেল নামে দুই সন্দেহভাজনকে আটক করা হয়েছে।
এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল ইসলাম জানান, এ ঘটনায় ডাকাতি (দণ্ডবিধির ৩৯৫ ও ৩৯৭ ধারা) ও নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৩) ধারায় মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
জাকারিয়া জাহিদ/এমআই