মাদক-চাঁদাবাজির বিরুদ্ধে রূপগঞ্জে রোড মার্চের ডাক

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ১৪:৫৭
-(31)-687617fa87d56.jpg)
“ঐক্যবদ্ধ সুনাগরিক-ঐক্যবদ্ধ রূপগঞ্জ” স্লোগানে রূপগঞ্জকে শান্তি ও স্বস্তির মডেল উপজেলা হিসেবে গড়ার লক্ষ্যে আগামী ১৮ জুলাই রোড মার্চ কর্মসূচির ঘোষণা দিয়েছেন স্বৈরাচারবিরোধী আন্দোলনের অন্যতম নেতা বাংলাদেশ রিপাবলিক পার্টির (বিআরপি) প্রধান উপদেষ্টা সেলিম প্রধান।
মঙ্গলবার (১৫ জুলাই) বেলা সাড়ে ১১টায় রূপগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কর্মসূচির ঘোষণা দেন।
সেলিম প্রধান বলেন, ‘রূপগঞ্জ এক সময় ছিল রাজনৈতিক সচেতনতায় উদাহরণ, এখন সেখানে মাদক ব্যবসা, চাঁদাবাজি, ভূমিদস্যুতা ও সন্ত্রাস ছড়িয়ে পড়েছে। সাধারণ মানুষ ভীত, প্রতিবাদী কণ্ঠ রুদ্ধ করে দেওয়া হচ্ছে। এই পরিস্থিতি চলতে দেওয়া যায় না।’
তিনি বলেন, ‘২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থান আমাদের গণতন্ত্র রক্ষার অনুপ্রেরণা দিয়েছে। আমরা সেই আত্মত্যাগের চেতনা নিয়ে রূপগঞ্জে একটি নতুন ঐক্যের বীজ বুনতে চাই। শান্তি, সম্প্রীতি ও সুস্থ সমাজ গঠনের লক্ষ্যে ১৮ জুলাই আমরা রাস্তায় নামব।’
সেলিম প্রধান আরও বলেন, ‘আমরা কোনো দলীয় পতাকার নিচে নয়, মানুষের স্বার্থে, সমাজের নিরাপত্তা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য রাস্তায় নামবো। এ রোড মার্চ হবে মাদক, চাঁদাবাজি ও সহিংসতার বিরুদ্ধে এক ধরনের প্রতীকী প্রতিবাদ, এবং শান্তি ও মানবিকতার পক্ষে গণদাবির প্রতিফলন।’
তিনি ঘোষণা দেন, রোডমার্চ কর্মসূচি ভুলতা গোলচত্বর থেকে শুরু হয়ে রূপগঞ্জের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করবে।
সেলিম প্রধান সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘আপনারা সমাজের দর্পণ। আপনারা সত্য তুলে ধরুন। রূপগঞ্জকে আমরা ধ্বংসের মুখ থেকে ফিরিয়ে আনতে চাই।’
তিনি সব শ্রেণিপেশার মানুষ, রাজনৈতিক সংগঠন, ছাত্র-যুব সমাজ, পেশাজীবী ও প্রবাসীদের এই কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানান।
- এন বি আকাশ/এমআই