Logo

সারাদেশ

গাছ পড়ে মাটি ধস, ঝুঁকিতে মদন প্রেসক্লাবের ভবন

Icon

মদন (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ১৬:০১

গাছ পড়ে মাটি ধস, ঝুঁকিতে মদন প্রেসক্লাবের ভবন

ছবি : বাংলাদেশের খবর

নেত্রকোণার মদনে বৃষ্টির কারণে পুকুরপাড়ে একটি পুরনো গাছ মাটি ধসে পড়ে যাওয়ায় উপজেলা প্রেসক্লাবের ভবন ও প্রাথমিক শিক্ষক সমিতির ভবন ঝুঁকিতে পড়েছে।

স্থানীয়রা জানান, কয়েক দিন আগের টানা বৃষ্টিতে উপজেলা পরিষদের পুকুরপাড়ে থাকা একটি প্রায় ৫০ বছর বয়সী রেন্ট্রি গাছ মাটি ধসে পুকুরে পড়ে যায়। এতে ওই এলাকার মাটি সরে গিয়ে প্রেসক্লাব ভবনের পশ্চিম পাশের অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং ভবনটি হেলে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এ ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন প্রেসক্লাবের সাংবাদিকরা ও শিক্ষক সমিতির সংশ্লিষ্টরা। দ্রুত গাছটি সরানোর দাবি জানানো হয়েছে উপজেলা প্রশাসনের কাছে।

উপজেলা প্রেসক্লাব সভাপতি আল মাহবোব আলম আল-আমিন বলেন, ‘পুকুরপাড়ে রেন্ট্রি গাছটি পড়ে আমাদের প্রেসক্লাব ভবনের পশ্চিম পাশের মাটি ধসে গেছে। দ্রুত গাছটি অপসারণ না করা হলে ভবনটি আরও ঝুঁকিতে পড়বে।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলিদুজ্জামান বলেন, ‘বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই গাছটির ডালপালা কেটে ফেলা হয়েছে। বন বিভাগের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জনদুর্ভোগ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর