Logo

সারাদেশ

নির্মাণখাতে মেঘনা গ্রুপের নতুন সংযোজন ‘ঢালাই স্পেশাল সিমেন্ট’

Icon

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ১৬:০৬

নির্মাণখাতে মেঘনা গ্রুপের নতুন সংযোজন ‘ঢালাই স্পেশাল সিমেন্ট’

ছবি : বাংলাদেশের খবর

নির্মাণ খাতে নতুন সম্ভাবনার দ্বার খুলেছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) অঙ্গপ্রতিষ্ঠান ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড—ইউনিসিম।

সোমবার (১৫ জুলাই) ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ ব্যুরোর সেমিনার কক্ষে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় প্রতিষ্ঠানটির নতুন পণ্য ‘ঢালাই স্পেশাল সিমেন্ট’।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেঘনা গ্রুপের পরিচালক ও ইউনিসিমের জেনারেল ম্যানেজার (রুটস) কাজী মহিউদ্দিন।
এছাড়া ইউনিসিমের ডিজিএম (অপারেশনস) মাহফুজুর রহমান, সিনিয়র ম্যানেজার (মার্কেটিং অ্যান্ড অ্যাকাউন্টস) রেজাউল ইসলাম রনি এবং মেসার্স এস আর ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. কামরুল বারী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

‘ঢালাই স্পেশাল সিমেন্ট’ একটি বিশেষ ধরনের ব্লেন্ডেড সিমেন্ট, যা প্রচলিত ওপিসি (OPC) এবং পিপিসি (PPC) সিমেন্টের তুলনায় উন্নত বৈশিষ্ট্যসম্পন্ন। এর অন্যতম বৈশিষ্ট্য হলো, এটি মাত্র দুই দিনের মধ্যেই ওপিসি সিমেন্টের সমান দৃঢ়তা অর্জন করতে পারে। সেই সঙ্গে এটি দীর্ঘস্থায়ী এবং টেকসই নির্মাণকাজে উপযোগী।

উদ্বোধনী অনুষ্ঠানে মেঘনা গ্রুপের কর্মকর্তারা বলেন, এই নতুন পণ্যটি দেশের অবকাঠামো উন্নয়ন ও নির্মাণ খাতে নতুন মাত্রা যোগ করবে। বিশেষ প্রযুক্তির মাধ্যমে এটি আরও শক্তিশালী ও টেকসই নির্মাণের পথ সুগম করবে।

আবু সালেহ/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর