Logo

সারাদেশ

শিক্ষা প্রতিষ্ঠানে সহিংসতা ঠেকাতে পটিয়ায় ছাত্রদলের প্রতিবাদ মিছিল

Icon

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ১৬:১০

শিক্ষা প্রতিষ্ঠানে সহিংসতা ঠেকাতে পটিয়ায় ছাত্রদলের প্রতিবাদ মিছিল

ছবি : বাংলাদেশের খবর

দেশব্যাপী ‘গুপ্ত সংগঠনের মাধ্যমে মব সৃষ্টির অপচেষ্টা’, শিক্ষা প্রতিষ্ঠানে সহিংসতা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।

সোমবার (১৪ জুলাই) বিকেলে আনোয়ারার কালাবিবি দিঘীর মোড় থেকে শুরু হয়ে মিছিলটি পিএবি সড়ক হয়ে চাতরী চৌমুহনী দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্রদল নেতা মোহাম্মদ তারেক রহমান এবং প্রধান অতিথি ছিলেন ইসমাইল বিন মনির।

তিনি বলেন, ‘৯ জুলাই মিটফোর্ড হাসপাতালে সোহাগকে নির্মমভাবে হত্যা ও হত্যার উল্লাস সভ্যতার জন্য হুমকি। এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং বিচার দাবি করছি।’

তিনি আরও বলেন, ‘দীর্ঘদিন ধরে গোপনে সংগঠিত একটি মহল শিক্ষাঙ্গনে অস্থিরতা তৈরি করছে। ছাত্রদল রাজপথে থেকে এর প্রতিবাদ করছে এবং করবে।’

এ সময় দক্ষিণ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ইমরান হোসেন মুন্না/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিক্ষোভ বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর