৮০ শতাংশ রেট বৃদ্ধির দাবিতে পল্লী বিদ্যুৎ ঠিকাদারদের মানববন্ধন

বরিশাল ব্যুরো
প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ১৭:১৪
-68763817dbecf.jpg)
ছবি : বাংলাদেশের খবর
পুরাতন রেট সিডিউল বাতিল করে ৮০ শতাংশ হারে রেট বৃদ্ধির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড মিনি ঠিকাদার কল্যাণ সমিতির নেতৃবৃন্দ।
মঙ্গলবার (১৫ জুলাই) সকাল ১০টায় বরিশাল নগরীর রুপাতলীতে তত্ত্বাবধায়ক প্রকৌশলী অফিসের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বরিশাল বিভাগের ছয় জেলার মিনি ঠিকাদার কল্যাণ সমিতির প্রায় সব সদস্য এতে অংশগ্রহণ করেন।
সমিতির সভাপতি জুয়েল হাওলাদার ও সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম বলেন, ‘দীর্ঘদিন ধরে পুরাতন রেট সিডিউল অনুযায়ী কাজ করতে গিয়ে আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। দ্রব্যমূল্য বৃদ্ধির এই সময়ে ৮০ শতাংশ রেট বাড়ানো অত্যন্ত জরুরি।’
তারা জানান, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা কোনো ঠিকাদারি কাজে অংশ নেবেন না।
পরে সংগঠনের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপিও প্রদান করা হয়।
এআরএস