Logo

সারাদেশ

রুহুল কবির রিজভী

তারেক রহমান ‘গণতন্ত্রের ধ্রুবতারা’, ড. ইউনূস ‘অসৎ নন’

Icon

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ১৭:৩০

তারেক রহমান ‘গণতন্ত্রের ধ্রুবতারা’, ড. ইউনূস ‘অসৎ নন’

ছবি : বাংলাদেশের খবর

দেশে নানা সংকট থাকা সত্ত্বেও ডা. ইউনূসের নেতৃত্বাধীন সরকারকে বিএনপি সমর্থন দিয়েছে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে কুড়িগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ‘জুলাই-আগস্ট ২০২৪ ছাত্র-জনতার আন্দোলনে শহীদ’ ১০টি পরিবারের মাঝে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, ‘ড. ইউনূস সাহেব অসৎ নন। শেখ হাসিনার মতো পদ্মা সেতু, মেট্রোরেল বা ফ্লাইওভারের নামে বিদেশে টাকা পাচার করছেন না। আমরা খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধির মধ্যেও এই সরকারকে সমর্থন করেছি। আজ কাঁচা মরিচের কেজি ৩-৪ শ’ টাকা। প্রতিটি নিত্যপণ্যের দাম সপ্তাহে সপ্তাহে বাড়ছে—তারপরও আমরা ধৈর্য ধরছি।’

তিনি আরও বলেন, ‘এই সরকারের উচিত জনগণের সেন্টিমেন্ট বোঝা এবং রমজানের আগেই নির্বাচন ঘোষণা করা।’

বক্তব্যে তারেক রহমানকে ‘গণতন্ত্রের ধ্রুবতারা’ উল্লেখ করে রিজভী বলেন, ‘তারেক রহমানকে নিয়ে অশালীন মন্তব্য করা ঠিক হবে না। অপপ্রচারে নামলে অনেক কিছুই আপনাদের ওপর এসে পড়তে পারে। জুলাই-আগস্টের আন্দোলন তার নেতৃত্ব ও আদর্শ দেখে আরও বেগবান হয়েছে।’

অনুষ্ঠানে ‘আমরা বিএনপি পরিবার’ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান, সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম আহ্বায়ক সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, সহকারী অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা, রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোস্তফা ই জামান, সদস্য সচিব মোখছেদুল মমিন মিঠুন এবং জাতীয় প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি।

আলোচনা সভা শেষে কুড়িগ্রাম জেলার ১০ শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর