চাঁদপুরে আদালতে শুনানিকালে আইনজীবীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর
প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ১৮:০০
-687642e9b29d9.jpg)
আইনজীবী আব্দুল মান্নান খান (মহিন)। ছবি : সংগৃহীত
চাঁদপুর জেলা জজ আদালতে একটি মামলার শুনানির সময় হঠাৎ মাথা ঘুরে পড়ে গিয়ে মৃত্যুবরণ করেছেন আইনজীবী আব্দুল মান্নান খান (মহিন)। মঙ্গলবার (১৫ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্টরা জানান, রিভিশন মামলার শুনানিকালে তিনি আদালতের বেঞ্চের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যান এবং মাথায় আঘাত পান। তাৎক্ষণিকভাবে সহকর্মীরা তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জেলা আইনজীবী সমিতির নেতারা জানান, হাসপাতালে নেওয়ার পর হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মুনতাকিম হায়দার রুমি ও তত্ত্বাবধায়ক ডা. একেএম মাহবুবুর রহমান তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন। এরপর জরুরি বিভাগের চিকিৎসক ডা. আমিনুল ইসলাম সুমন তাকে মৃত ঘোষণা করেন।
আব্দুল মান্নানের গ্রামের বাড়ি হাজীগঞ্জ উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের চাঁদপুর গ্রামে। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
২০১০ সালে তিনি চাঁদপুর আইনজীবী সমিতির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হন এবং মৃত্যুর আগ পর্যন্ত সক্রিয়ভাবে আইন পেশায় যুক্ত ছিলেন।
এআরএস