Logo

সারাদেশ

শাহচান্দ আউলিয়া কামিল মাদ্রাসা পরিদর্শনে ধর্ম উপদেষ্টা

Icon

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ১৮:০৩

শাহচান্দ আউলিয়া কামিল মাদ্রাসা পরিদর্শনে ধর্ম উপদেষ্টা

ছবি : বাংলাদেশের খবর

দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান শাহচান্দ আউলিয়া কামিল (স্নাতকোত্তর) মাদ্রাসা পরিদর্শন করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা আ.ফ.ম খালিদ হোসেন।

মঙ্গলবার (১৫ জুলাই) সকালে মাদ্রাসার শিক্ষা কার্যক্রম, অবকাঠামো ও পরিবেশ ঘুরে দেখেন তিনি এবং শিক্ষক, পরিচালনা কমিটি ও স্থানীয় প্রশাসনের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ ইদ্রিস মিয়া, পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান, পটিয়া থানার ওসি নুরুজ্জামান, মাদ্রাসার অধ্যক্ষ মো. সাইফুদ্দীন খালেদ, স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকারা।

ধর্ম উপদেষ্টা বলেন, ‘দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে সরকার ও সমাজের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। পাশাপাশি শিক্ষার্থীদের ধর্মীয় ও নৈতিক মূল্যবোধে গড়ে তোলার দিকেও গুরুত্ব দিতে হবে।’

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আ ফ ম খালিদ হোসেন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর