গৌরনদীতে বিতর্কিত স্বাস্থ্য কর্মকর্তার বদলী ঠেকাতে সড়ক অবরোধ, আহত ১৫

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ১৮:০৯
-687645072daf6.jpg)
ছবি : বাংলাদেশের খবর
গৌরনদী উপজেলার বহুল বিতর্কিত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মনিরুজ্জামানকে বদলীর সিদ্ধান্তকে কেন্দ্র করে মহাসড়ক অবরোধের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
১৪ জুলাই দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে স্বাস্থ্য সেবায় দুর্নীতি ও অবহেলার অভিযোগ নিয়ে প্রতিবাদ-মানববন্ধন অনুষ্ঠিত হয়। একই দিনে উর্ধ্বতন কর্তৃপক্ষ ডা. মনিরুজ্জামানকে বরিশাল ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজির লেকচারার পদে বদলী করেন এবং তার স্থলাভিষিক্ত হিসেবে মো. শাহতা জারাব সালেহিনকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়া হয়।
তবে বদলীর সিদ্ধান্ত ঠেকাতে ডায়াগনস্টিক সেন্টারের দালালরা মোটা অংকের টাকা দিয়ে লোকজন জড়ো করে ১৫ জুলাই সকাল থেকে ঢাকা-বরিশাল মহাসড়কের আশোকাঠী বাসস্ট্যান্ড এলাকায় অবরোধ করেন। এতে একাধিক অ্যাম্বুলেন্সসহ যানবাহন আটকে পড়ে, যাত্রীদের ভোগান্তি হয়।
স্থানীয় যুব ও ছাত্রদলের অনুরোধে মুমূর্ষ রোগীবাহী অ্যাম্বুলেন্স ছেড়ে দেওয়ার চেষ্টা করলে ভাড়াটিয়া লোকজন হামলা চালায়। পাল্টা হামলায় ভাড়াটিয়া ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষে ১৫ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিক্ষোভকারীরা স্বাস্থ্য সেবার মানোন্নয়নে অবিলম্বে দুর্নীতি ও দালাল সিন্ডিকেট ভাঙার দাবি করেছেন। এছাড়া, হাসপাতালের এক নারী দালাল সদস্যের বিরুদ্ধে করা মিথ্যা অভিযোগ প্রত্যাহারেরও দাবি জানানো হয়।
গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে বদলী হওয়া ডা. মনিরুজ্জামানের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ডা. মনিরুজ্জামান হাসপাতালের সরকারি সেবার পরিবর্তে ব্যক্তিগত স্বার্থে কমিশন বাণিজ্যে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
এস এম মিজান/এআরএস