পরশুরামে টেকসই বেড়িবাঁধের দাবিতে ৫৫ সংগঠনের মানববন্ধন

ফেনী প্রতিনিধি
প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ১৮:২৩
-687648417d7ee.jpg)
ছবি : বাংলাদেশের খবর
মুহুরী, কহুয়া ও সিলোনীয়া নদীর টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে ফেনীর পরশুরামে মানববন্ধন করেছে ৫৫টি স্বেচ্ছাসেবী সংগঠন।
মঙ্গলবার (১৫ জুলাই) সকালে উপজেলা গেটের সামনে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন বন্যাদুর্গত এলাকাবাসী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মানববন্ধন থেকে বক্তারা পাঁচ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে : বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ, ফেনী পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলীর অপসারণ, বন্যার জন্য দায়ীদের শাস্তি, একনেকে প্রকল্প পাশ করে দ্রুত বাস্তবায়ন এবং প্রতিমাসে পাউবোর গণশুনানির আয়োজন।
সম্প্রতি মুহুরী, কহুয়া ও সিলোনীয়া নদীর ভাঙনে পরশুরাম ও ফুলগাজীর অন্তত ৩১টি পয়েন্টে বেড়িবাঁধ ভেঙে পড়ে, প্লাবিত হয় ৩০টিরও বেশি গ্রাম; লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েন।
মানববন্ধনে বক্তব্য দেন ঘরহারা মাসুম চৌধুরী, পরশুরাম প্রেসক্লাব সভাপতি এমএ হাসান, সংগঠক শাসুল আলম শাকিল, কাজী ইউছুফ বাপ্পি, মাওলানা আবু তাহের ভূঁইয়া, এনামুল করিম আজাদ, আবু হানিফ হেলালসহ অনেকে।
এআরএস