Logo

সারাদেশ

গোবিন্দগঞ্জে ইপিজেড বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি

Icon

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ১৮:২৭

গোবিন্দগঞ্জে ইপিজেড বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি

ছবি : বাংলাদেশের খবর

গাইবান্ধার গোবিন্দগঞ্জে দ্রুত ইপিজেড বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জেম হোসেনের হাতে স্মারকলিপি তুলে দেন গোবিন্দগঞ্জের কৃতি সন্তান ও জামায়াতের এমপি প্রার্থী ডা. মো. আব্দুর রহিম সরকার।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর গাইবান্ধা জেলা আমির মো. আব্দুল করিম সরকার, শিক্ষক নেতা আবুল হোসেন মাস্টার, অধ্যাপক আশরাফুল ইসলাম রাজু, ইউপি চেয়ারম্যান মাওলানা মো. জাহাঙ্গীর আলম, শিক্ষক মো. শেখ ফরিদ, মাওলানা মশিউর রহমানসহ আরও অনেকে।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ২০১৯ সালে বেপজা গভর্নর বোর্ডের ৩৪তম সভায় রংপুর চিনিকলের সাহেবগঞ্জ ইক্ষু খামারের ১ হাজার ৮৪২ একর জমিতে ইপিজেড স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। এটি বাস্তবায়িত হলে বিদেশি বিনিয়োগ বাড়বে এবং অন্তত ২ লাখ মানুষের কর্মসংস্থান হবে, যার বড় অংশ হবে নারী শ্রমিক।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

প্রধান উপদেষ্টা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর