বগুড়ায় জোড়া খুনের ঘটনায় ডাকাত সর্দারসহ গ্রেপ্তার ৩

বগুড়া প্রতিনিধি
প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ১৮:৩৪
-68764abe48fe1.jpg)
ছবি : বাংলাদেশের খবর
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার লক্ষ্মীমণ্ডপ গ্রামে সংঘটিত চাঞ্চল্যকর জোড়া খুন ও ডাকাতির ঘটনায় মূল অভিযুক্ত ডাকাত সর্দার আব্দুল হাকিমসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
সোমবার ঢাকার কমলাপুর রেলস্টেশন এলাকা থেকে আব্দুল হাকিম (৩৪) ও আব্দুল মান্নান (৫০), আর মঙ্গলবার ভোরে কুড়িগ্রামের চর জামাল এলাকা থেকে রফিকুল ইসলাম (৪১) কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে স্বর্ণালঙ্কার, নগদ টাকা, মোবাইল ফোন ও হাতঘড়ি উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে জেলা গোয়েন্দা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) হোসাইন মুহাম্মদ রায়হান জানান, নিহত আফতাব সাহেবের সেচপাম্পে আগে কাজ করতেন গ্রেপ্তারকৃত মান্নান। কাজ হারানোর ক্ষোভ থেকে ডাকাত দলের সঙ্গে পরিকল্পনা করে আফতাব সাহেব ও তার পুত্রবধূ রিভাকে শ্বাসরোধে হত্যা করে স্বর্ণালঙ্কার লুট করা হয়।
আসামিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। বাকি পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
এআরএস