Logo

সারাদেশ

কালীগঞ্জে নদীতে ঝাঁপ দিয়ে শিশু নিখোঁজ, ২৪ ঘণ্টায়ও সন্ধান মেলেনি

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ১৮:৪৪

কালীগঞ্জে নদীতে ঝাঁপ দিয়ে শিশু নিখোঁজ, ২৪ ঘণ্টায়ও সন্ধান মেলেনি

ছবি : বাংলাদেশের খবর

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মাসলিয়া এলাকায় নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছে নাইম ইসলাম (৮) নামে এক শিশু। নিখোঁজের ২৪ ঘণ্টা পার হলেও এখনও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

নাইম মাসলিয়া গ্রামের মহিদুল ইসলামের ছেলে এবং মাসলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, সোমবার দুপুরে নাইম পাঁচ বন্ধুর সঙ্গে মাসলিয়া ব্রীজ থেকে ভৈরব নদীতে ঝাঁপ দেয়। অন্যরা নদী থেকে উঠে আসলেও নাইম আর ওঠেনি। পরে খবর পেয়ে খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয়রা উদ্ধার অভিযানে অংশ নেয়। কিন্তু নদীতে প্রচণ্ড স্রোত ও কচুরিপনার কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে।

নাইমের মা চায়না বেগম জানান, তিনি ছোট ছেলেকে নিয়ে ঘুমিয়ে ছিলেন, আর নাইম বন্ধুদের সঙ্গে নদীতে যায়। দুপুর গড়িয়ে গেলেও সে বাড়ি না ফিরলে খোঁজ শুরু করেন।

খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দলের লিডার মো. সাইদুল ইসলাম বলেন, ‘প্রচণ্ড স্রোত ও কচুরিপনার কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে, তবে চেষ্টা চলছে।’

কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম জানান, ‘ঘটনার পরপরই উদ্ধার কাজ শুরু হয়েছে। এখনও নিখোঁজ শিশুটিকে খোঁজার চেষ্টা চলছে।’

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নিহত পানিতে মৃত্যু

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর