রিজওয়ানা হাসান
১৭ জুলাই চূড়ান্ত হবে তিস্তা মহাপরিকল্পনার মূল পাঁচটি বিষয়

নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ১৮:৪৯
-68764e4f48f35.jpg)
ছবি : বাংলাদেশের খবর
অন্তর্বর্তীকালীন সরকারের পানি সম্পদ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, ১৭ জুলাই বিশেষজ্ঞদের সঙ্গে পাঁচটি মূল বিষয়ের চূড়ান্ত আলোচনা অনুষ্ঠিত হবে। এরপর এসব প্রস্তাবনা প্রথমে সরকারের কাছে পাঠানো হবে এবং পরে অর্থনৈতিক বিষয়ক বিভাগ (ইআরডি) মাধ্যমে চূড়ান্ত করে চায়নিজ কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।
তিনি আরও বলেন, এ বছরের শেষ নাগাদ তিস্তা মহাপরিকল্পনা চূড়ান্ত করা হবে। মাঠ পর্যায়ের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) সকালে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার তিস্তার তীর রক্ষার কাজ পরিদর্শনে যাওয়ার পথে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
রিজওয়ানা হাসান বলেন, জুলাই আন্দোলনের পর কয়েক মাসে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে যথেষ্ট অগ্রগতি হয়েছে। বিস্তারিত রিপোর্টের পর এর পূর্ণ বাস্তবায়ন শুরু হবে। তবে মহাপরিকল্পনা চীন ও বাংলাদেশের যৌথ প্রকল্প হওয়ায় সিদ্ধান্ত নিতে দুই দেশের সম্মতি প্রয়োজন হবে।
এ সময় নীলফামারী জেলা প্রশাসক মো. নায়িরুজ্জামান, সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর-ই আলম সিদ্দিকীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এআরএস