Logo

সারাদেশ

রাজাপুরে সরকারি গাছ কাটার অভিযোগে শ্রমিক দল নেতার বিরুদ্ধে মামলা

Icon

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ১৯:২৩

রাজাপুরে সরকারি গাছ কাটার অভিযোগে শ্রমিক দল নেতার বিরুদ্ধে মামলা

ছবি : বাংলাদেশের খবর

ঝালকাঠির রাজাপুরে চর রাজাপুর বনায়ন থেকে সরকারি শিশু গাছ কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

ঘটনার সঙ্গে জড়িত চর রাজাপুর এলাকার নুরু খলিফার ছেলে ও সদর রাজাপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো. ফোরকান খলিফা এবং তার সহযোগী আব্দুল খালেক।

স্থানীয় বাসিন্দারা জানান, গাছের আনুমানিক মূল্য ২০ হাজার টাকা। অভিযোগ উঠেছে, রোববার তারা গাছ কেটে মিলে রেখেছে। এর আগেও একই ধরনের অনিয়ম করেছে অভিযুক্তরা।

মাসুম হাওলাদার নামে এক স্থানীয় বাসিন্দা সাংবাদিকদের বিষয়টি জানালে অভিযুক্তরা তাকে মারধর করে আহত করেন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

আহত পরিবারের দাবি, প্রশাসনের উদাসীনতার কারণে দুষ্কৃতিকারীরা দিন দিন বেপরোয়া হয়ে উঠছে।

মাসুম হাওলাদার রাজাপুর থানায় সাধারণ ডায়েরি করেছেন। অভিযুক্ত ফোরকান খলিফা বিষয়টি অস্বীকার করে বলেন, বন বিভাগের লোকজনই গাছ কেটে মিলে রেখেছেন।

উপজেলা বন কর্মকর্তা মো. আরিফুর রহমান জানান, গাছ কর্তনের বিষয়টি জানতাম না। জানতে পেরে মিল থেকে গাছের কয়েক টুকরা উদ্ধার করা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর