৪৬৩ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ
শামীম ওসমান ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের ২ মামলা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ১৯:৩৪
-687658dcbe813.jpg)
ছবি : সংগৃহীত
নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও তার স্ত্রী সালমা ওসমান বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) পৃথক দুইটি মামলা করেছে।
অভিযোগে বলা হয়েছে, শামীম ওসমান ৬ কোটি ৬৭ লাখ টাকার অবৈধ সম্পদের মালিক এবং তার নামে ৯টি ব্যাংক হিসাব থেকে প্রায় ৪৫০ কোটি টাকার সন্দেহজনক লেনদেন পাওয়া গেছে।
শামীম ওসমানের স্ত্রী সালমা ওসমানের বিরুদ্ধেও ৩ কোটি ৯ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া গেছে। তার নামে ব্যাংকে ২৪ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য রয়েছে।
দুদকের সহকারী পরিচালক পিয়াম পাল ও মনিরুল ইসলাম বাদী হয়ে মামলাগুলো দায়ের করেছেন। মামলাগুলো দুর্নীতি দমন কমিশন আইন, মানিলন্ডারিং প্রতিরোধ আইন ও দুর্নীতি প্রতিরোধ আইন অনুসারে করা হয়েছে।
তাদের ছেলে ইমতিনান ওসমান ও মেয়ে লাবীবা জোহার বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারি করা হয়েছে।
দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন।
এআরএস