Logo

সারাদেশ

৪৬৩ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ

শামীম ওসমান ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের ২ মামলা

Icon

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ১৯:৩৪

শামীম ওসমান ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের ২ মামলা

ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও তার স্ত্রী সালমা ওসমান বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) পৃথক দুইটি মামলা করেছে।

অভিযোগে বলা হয়েছে, শামীম ওসমান ৬ কোটি ৬৭ লাখ টাকার অবৈধ সম্পদের মালিক এবং তার নামে ৯টি ব্যাংক হিসাব থেকে প্রায় ৪৫০ কোটি টাকার সন্দেহজনক লেনদেন পাওয়া গেছে।

শামীম ওসমানের স্ত্রী সালমা ওসমানের বিরুদ্ধেও ৩ কোটি ৯ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া গেছে। তার নামে ব্যাংকে ২৪ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য রয়েছে।

দুদকের সহকারী পরিচালক পিয়াম পাল ও মনিরুল ইসলাম বাদী হয়ে মামলাগুলো দায়ের করেছেন। মামলাগুলো দুর্নীতি দমন কমিশন আইন, মানিলন্ডারিং প্রতিরোধ আইন ও দুর্নীতি প্রতিরোধ আইন অনুসারে করা হয়েছে।

তাদের ছেলে ইমতিনান ওসমান ও মেয়ে লাবীবা জোহার বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারি করা হয়েছে।

দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

দুর্নীতি দমন কমিশন মামলা আওয়ামী লীগ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর