নালিতাবাড়ীতে কলেজ ছাত্রদের মধ্যে সংঘর্ষ, আটক ১৮

শেরপুর প্রতিনিধি
প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ২০:০৬
-6876604a5e182.jpg)
ছবি : বাংলাদেশের খবর
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার হাজি নুরুল হক নন্নী-পোড়াগাঁও মৈত্রী কলেজে দুই পক্ষের সংঘর্ষে এক ছাত্র আহত হয়েছেন। এছাড়া দুটি মোটরসাইকেল আগুনে পুড়ে গেছে। এ ঘটনায় পুলিশ ৪ ছাত্রসহ ১৮ জনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) কলেজের একাদশ শ্রেণির প্রথম বর্ষের সমাপনী পরীক্ষার হলে সিট নিয়ে দুই পরীক্ষার্থীর মধ্যে বাক-বিতণ্ডা ও হাতাহাতির কারণে সংঘর্ষের ঘটনা ঘটে।
পরে নালিতাবাড়ী থেকে ২০-২৫ জন কলেজে এসে আহত শাকিল আহমেদের ওপর হামলা চালায় ও ক্ষুর দিয়ে আঘাত করে। আহত শাকিলকে শেরপুর জেলায় ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, বিক্ষুব্ধ জনতা আসা ছাত্র ও বহিরাগতদের ওপর হামলা চালিয়ে তাদের মোটরসাইকেল দুটি পুড়িয়ে দেয়। হামলাকারীদের কলেজের একটি কক্ষে আটকে রাখা হয় এবং কলেজের শিক্ষকদেরও অবরুদ্ধ করা হয়।
কলেজের প্রভাষক রুপচান আহমেদ মুরাদ বলেন, সিট নিয়ে দুই ছাত্রের মধ্যে বাক-বিতণ্ডা থেকে এই ঘটনা বিস্তার লাভ করেছে।
নালিতাবাড়ী সার্কেলের এএসপি আহসান আল আলম জানান, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।