-687661150431e.jpg)
ছবি : বাংলাদেশের খবর
নরসিংদীতে জেলা স্বেচ্ছাসেবক দল মঙ্গলবার (১৫ জুলাই) বিকেল সাড়ে ৫টায় জেলখানার মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে।
মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ভিপি নাসির সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে ছিলেন কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এম.আর. গনি মোস্তফা। অনুষ্ঠানে জেলা ও থানা ইউনিটের বিভিন্ন নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বিএনপি আন্দোলনের মাধ্যমে দেশ থেকে স্বৈরাচারকে বিদায় করেছে। বর্তমানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পতনের পরে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। তারা রাজপথে থেকে এই ষড়যন্ত্রের কঠোর জবাব দেবে এবং মিথ্যুক ও রাজাকারদের ঠেলে দেবে।
এআরএস