Logo

সারাদেশ

গোবিন্দগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ৪ হ্যাকার গ্রেপ্তার

দেশীয় অস্ত্র, সীমকার্ড, নগদ টাকা উদ্ধার

Icon

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ২০:১৪

গোবিন্দগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ৪ হ্যাকার গ্রেপ্তার

ছবি : বাংলাদেশের খবর

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ সীমকার্ড, নগদ টাকা ও বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসসহ হ্যাকার চক্রের মাষ্টারমাইন্ড পলাশ রানা ও তার তিন সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর মেজর ইনজামামুল আলমের নেতৃত্বে তালুককানুপুর ও দরবস্ত ইউনিয়নে অভিযান চালানো হয়।

অভিযানে পলাশ রানা, সুমন মিয়া, সাইদুল ও ইউপি সদস্য আবু সাইদ লিটনকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৮৩৮টি বিভিন্ন মোবাইল কোম্পানির সীমকার্ড, ১৭টি মোবাইল ফোন, নগদ ৫৬ হাজার ১০০ টাকা, একটি সিসি ক্যামেরা, ক্যামেরা যুক্ত পেন, ড্রোন, ল্যাপটপ ও দেশীয় অস্ত্র।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম জানান, হ্যাকাররা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট হ্যাক করে সরকারি সামাজিক নিরাপত্তা ভাতা ও অন্যান্য তহবিল থেকে অর্থ আত্মসাৎ করছিল। তাদের বিরুদ্ধে মামলা চলছে এবং তাদের আদালতে পাঠানো হবে।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর