Logo

সারাদেশ

দক্ষিণে উন্নয়নের নামে হয়েছিল লুটপাট ও দুর্নীতি : নাহিদ ইসলাম

Icon

আদিল হোসেন তপু, ভোলা প্রতিনিধি

প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ২১:১৪

দক্ষিণে উন্নয়নের নামে হয়েছিল লুটপাট ও দুর্নীতি : নাহিদ ইসলাম

ছবি : বাংলাদেশের খবর

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আমরা জানতাম, স্বৈরশাসক শেখ হাসিনা বাংলাদেশের দক্ষিণ অঞ্চলকে উন্নয়নের জোয়ারে ভাসিয়ে দিয়েছিলেন। কিন্তু আজ ভোলা ঘুরে দেখলাম—এ অঞ্চলে উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি। উন্নয়ন হয়েছিল কেবল লুটপাট আর দুর্নীতির।’

মঙ্গলবার (১৫ জুলাই) বিকেল সাড়ে ৩টায় ‘জনগণের অধিকার প্রতিষ্ঠায় নাগরিক ঐক্য চাই’ স্লোগানে ভোলা জেলা পরিষদ মোড় থেকে শুরু হয় জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা। শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা পরিষদ চত্বরে এসে শেষ হয় এই পদযাত্রা। সেখানে আয়োজিত পথসভায় তিনি এসব বলেন।।

সভায় অংশ নিতে বিকালে ভোলায় উপস্থিত হন এনসিপির কেন্দ্রীয় নেতারা। তাদের মধ্যে ছিলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম-সদস্য সচিব ডা. তাসনিম জারা, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ প্রমুখ।

নাহিদ ইসলাম বলেন, ‘ভোলায় পর্যাপ্ত প্রাকৃতিক সম্পদ থাকা সত্ত্বেও এখানকার মানুষ গ্যাস সংযোগ ও অবকাঠামোগত সুবিধা থেকে বঞ্চিত। ভোলা-বরিশাল সেতু আজও বাস্তবায়ন হয়নি। ভোলাবাসীর এইসব ন্যায্য অধিকার কেড়ে নিয়েছে একদল লুটেরা। উন্নয়নের নামে হয়েছে দুর্নীতি আর চাঁদাবাজি।’

তিনি আরও বলেন, ‘জুলাই আন্দোলনে তরুণেরা জীবন বাজি রেখে স্বৈরাচারী সরকারকে দেশ ছাড়তে বাধ্য করেছিল। আজ আবার সেই মাফিয়াচক্র ও দুর্নীতিবাজদের শাসনে জনগণ দমবন্ধ পরিস্থিতিতে আছে। আমরা বলেছিলাম, যারা চাঁদাবাজদের রক্ষা করে, আমরা সেই ব্যবস্থারও পতন চাই। কিন্তু আজ দেখছি, সেই ব্যবস্থাই টিকিয়ে রাখার চেষ্টা চলছে।’

নাহিদ ইসলাম বলেন, ‘গণহত্যার বিচার ও নতুন বাংলাদেশের জন্য আমরা সংস্কার চাই। সংস্কার ছাড়া নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়। আমরা আর কাউকে স্বৈরশাসক হতে দেব না। জনগণের ঐক্য ও সক্রিয়তার মধ্য দিয়েই আমরা গড়ে তুলব একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা।’

পথসভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে তরুণদের সাহসী ভূমিকার কথা তুলে ধরে বলেন, ‘তরুণদের সেই চেতনায় আজকের এনসিপি দেশের নতুন রাজনৈতিক সংস্কৃতির পথে যাত্রা শুরু করেছে। এই আন্দোলন কেবল একটি কর্মসূচি নয়; বরং দেশের রাজনীতিতে একটি নতুন ধারার সূচনা।’

পথসভা শেষে এনসিপির নেতারা জুলাই আন্দোলনের শহীদ পরিবার ও আহতদের খোঁজখবর নেন এবং শ্রদ্ধা নিবেদন করেন।

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জাতীয় নাগরিক পার্টি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর