Logo

সারাদেশ

পাবনায় ট্রাকচাপায় ভ্যানচালক নিহত

Icon

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ১৩:২১

পাবনায় ট্রাকচাপায় ভ্যানচালক নিহত

পাবনায় ট্রাকচাপায় ভ্যানচালক নিহত। ছবি : বাংলাদেশের খবর

পাবনার বেড়া উপজেলার আমিনপুরে ট্রাকচাপায় মোজাম্মেল হক (৫৫) নামের এক অটোভ্যান চালক নিহত হয়েছেন।

বুধবার (১৬ জুলাই) সকাল ৭টার দিকে কাজিরহাট সড়কের পদ্মা জেনারেল হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

মোজাম্মেল হক আমিনপুরের সিন্দুরী গ্রামের মৃত আমজাদ শেখের ছেলে। তিনি স্থানীয় এক মসজিদের মোয়াজ্জিন ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, কাশিনাথপুর বাজার থেকে নিজ গ্রামের উদ্দেশ্যে অটোভ্যান চালিয়ে যাচ্ছিলেন মোজাম্মেল। পথে কাজিরহাটগামী একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় তার দেহ ছিন্নভিন্ন হয়ে পড়ে এবং মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

খবর পেয়ে কাশিনাথপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করে।

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করেছে। তবে চালক পালিয়ে গেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য থানায় রাখা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এন এ কামাল/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর