Logo

সারাদেশ

গোপালগঞ্জে সমাবেশের মঞ্চে এনসিপির কেন্দ্রীয় নেতারা

Icon

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ১৪:৪২

গোপালগঞ্জে সমাবেশের মঞ্চে এনসিপির কেন্দ্রীয় নেতারা

গোপালগঞ্জ সদরে সমাবেশ মঞ্চে পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। বুধবার (১৬ জুলাই) দুপুর ২টার দিকে শহরের পৌরপার্ক এলাকায় সমাবেশ স্থলে পা রাখেন তারা।

এ সময় মঞ্চে উঠেছেন, দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলাম, ডা. তাসনিম জারাসহ কেন্দ্রীয় নেতারা।

গত ১ জুলাই থেকে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এর মধ্যে দেশের বেশ কয়েকটি জেলায় এই কর্মসূচি পালন করেছে দলটি। মাসব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে আজ গোপালগঞ্জেও পদযাত্রা-সমাবেশ চলছে।

তবে, সমাবেশ শুরুর আগেই দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে মঞ্চস্থলে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সমাবেশের মঞ্চে স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায়। এ সময় মঞ্চে থাকা সাউন্ড বক্স, মাইক, চেয়ার ভাঙচুর করা হয়। হামলাকারীরা এনসিপির নেতাকর্মীদের ওপরও চড়াও হয়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান।

এর আগে, সকালে পুলিশ ও ইউএনও’র গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

এ বিষয়ে সদর উপজেলার ইউএনও এম রকিবুল হাসান বলেন, জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ গোপালগঞ্জ শহরের পৌরপার্কে পদযাত্রা ও পথসভা করার কথা রয়েছে। তাদের কর্মসূচি বানচালের জন্য আওয়ামী লীগ ও ছাত্রলীগের সমর্থকেরা প্রথমে পুলিশের ওপর হামলা করে। পরে আমার গাড়িবহরে হামলা ও ভাঙচুর চালায়।

তিনি আরও বলেন, হামলার খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা এসে আমাদের উদ্ধার করেন।

  • ডিআর/এটিআর

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জাতীয় নাগরিক পার্টি

গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা

আরও পড়ুন
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর