Logo

সারাদেশ

সিলেট-সুনামগঞ্জ সীমান্তে ৫৫ জনকে পুশইন করল বিএসএফ

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ১৫:২৪

সিলেট-সুনামগঞ্জ সীমান্তে ৫৫ জনকে পুশইন করল বিএসএফ

সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত দিয়ে ৫৫ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ছবি : বাংলাদেশের খবর

সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত দিয়ে ৫৫ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বুধবার (১৬ জুলাই) ভোর ৪টা থেকে সকাল ৭টার মধ্যে চারটি গ্রুপে ভাগ করে এদের বাংলাদেশে ঠেলে পাঠানো হয়।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়, সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়াকোট, সিলেটের কোম্পানীগঞ্জের কালাইরাগ ও জৈন্তাপুর উপজেলার শ্রীপুর মোকামপুঞ্জি সীমান্ত দিয়ে এ পুশইন করা হয়। পরে বিজিবির ৪৮ ব্যাটালিয়নের বিভিন্ন টহল দল তাদের আটক করে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, আটক সবাই বাংলাদেশের নাগরিক। তারা বিভিন্ন সময় অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। আটকদের মধ্যে যশোর জেলার ১২ জন, নড়াইলের ২৩ জন, সিলেটের ৪ জন, সাতক্ষীরার ১০ জন, কুষ্টিয়া, খুলনা, হবিগঞ্জ, নরসিংদীর একজন করে রয়েছেন। এছাড়া বরিশাল জেলার দুইজন রয়েছেন।

আটকদের মধ্যে ১২ জন পুরুষ, ৩৩ জন নারী ও ১০ জন শিশু রয়েছে। বিজিবি জানিয়েছে, তাদের সংশ্লিষ্ট থানাগুলোতে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএসএফ সীমান্ত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর