Logo

সারাদেশ

বরগুনায় ডেঙ্গুতে শিক্ষিকার মৃত্যু, জেলায় প্রাণ গেল ৩৫ জনের

Icon

বরগুনা প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ১৬:১৬

বরগুনায় ডেঙ্গুতে শিক্ষিকার মৃত্যু, জেলায় প্রাণ গেল ৩৫ জনের

বরগুনায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ জনে।

বুধবার (১৬ জুলাই) দুপুর ১২টার দিকে মৃত্যুবরণকারী শিরিন সুলতানা (৪৫) ধূপতি মনসাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। তিনি বরগুনা বিআরডিবির সাবেক চেয়ারম্যান এবিএম রুহুল আমিনের স্ত্রী।

পরিবার সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে ডেঙ্গুতে আক্রান্ত হন শিরিন সুলতানা। অবস্থার অবনতি হলে তাকে বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বুধবার দুপুরে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি তিন পুত্রসন্তান রেখে গেছেন।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, বরগুনা জেলায় ডেঙ্গুজনিত মৃত ৩৫ জনের মধ্যে ২৮ জন সদর উপজেলার, ৪ জন বেতাগী ও ৩ জন পাথরঘাটা উপজেলার বাসিন্দা।

এদিকে, বরগুনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর চাপ বেড়েই চলেছে। এ পর্যন্ত জেলায় আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৯৩ জনে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন আরও ৭১ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা ১৯৩ জন। যার মধ্যে বরগুনা সদর হাসপাতালে রয়েছেন ১৩৮ জন।

এ বিষয়ে বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন, বরগুনায় দিন যত বাড়ছে, ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ততই বাড়ছে। কিছুতেই ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা নিয়ন্ত্রণে আসছে না। এমনিতেই এখন আমাদের চিকিৎসাসেবা প্রদান করতে বেগ পেতে হচ্ছে। এ রকম পরিস্থিতি চলতে থাকলে সবকিছুই নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।

তিনি স্থানীয়দের সচেতন হওয়ার পাশাপাশি ব্যাপক পরিসরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও মশক নিধন কার্যক্রম পরিচালনার তাগিদ দেন।

খান নাঈম/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ডেঙ্গু ভাইরাস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর