Logo

সারাদেশ

এবার গোপালগঞ্জ জেলা কারাগারে হামলা-ভাঙচুর, লুটপাট

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ১৭:৩৩

এবার গোপালগঞ্জ জেলা কারাগারে হামলা-ভাঙচুর, লুটপাট

ছবি : বাংলাদেশের খবর

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের হামলার ঘটনায় শহরজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। এ অবস্থায় গোপালগঞ্জ জেলা কারাগারে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

বুধবার (১৬ জুলাই) বিকেলে এ হামলার ঘটনা ঘটে। এতে কারাগারের ক্যান্টিনে লুটপাটের খবর পাওয়া গেছে।

কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) জান্নাত উল ফরহাদ বাংলাদেশের খবরকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আমরা জেলা কারাগারের কর্মকর্তাদের সঙ্গে কথা বলছি। এখনো পুরো বিষয়টি পরিষ্কার না হলেও প্রাথমিকভাবে জেনেছি। কারাগারের বাইরে ছোট পরিসরে হামলা হয়েছে এবং ক্যান্টিনের কিছু মালামাল লুট হয়েছে।

এআইজি জান্নাত উল ফরহাদ আরও বলেন, পুরো ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে। এখনই চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না।

কারা সূত্রে জানা গেছে, হামলাকারীরা বাইরে থেকে কারাগার চত্বরে প্রবেশ করে ক্যান্টিনে হামলা চালায় এবং মালামাল নিয়ে যায়।

এর আগে দুপুর থেকে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে গোপালগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও হামলার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা শহরে পুলিশ, র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে। জারি করা হয়েছে ১৪৪ ধারা। এ ঘটনায় পুরো শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এনএমএম/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আওয়ামী লীগ ছাত্রলীগ হামলা ও ভাংচুর

গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা

আরও পড়ুন
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর