Logo

সারাদেশ

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে ভাঙ্গায় এনসিপির সড়ক অবরোধ

Icon

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ১৮:০৪

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে ভাঙ্গায় এনসিপির সড়ক অবরোধ

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতৃবৃন্দের ওপর হামলার প্রতিবাদে ফরিদপুরের ভাঙ্গায় সড়ক অবরোধ করেছেন দলটির নেতাকর্মীরা।

বুধবার (১৬ জুলাই) বিকাল ৪টা ৩০ মিনিট থেকে শুরু হওয়া এ অবরোধ সন্ধ্যা পর্যন্ত চলমান রয়েছে।

এনসিপির ভাঙ্গা উপজেলা আহ্বায়ক আশরাফ শেখ বলেন, আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ অবমুক্ত না হওয়া পর্যন্ত আমাদের এ আন্দোলন চলবে। জনগণের অধিকার আদায়ের জন্য আমরা শান্তিপূর্ণভাবে রাজপথে আছি।

সড়ক অবরোধের কারণে ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। এতে রাজধানী ঢাকার সঙ্গে খুলনা, যশোর, গোপালগঞ্জসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সড়কে আটকে থাকা বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহনের যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।

ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত রয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তবে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

মোসলেউদ্দিন/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জাতীয় নাগরিক পার্টি সড়ক অবরোধ

গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা

আরও পড়ুন
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর