গোপালগঞ্জে হামলার প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ এনসিপির

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ১৮:৩৭

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে গাজীপুরের শ্রীপুরে মহাসড়ক অবরোধ করে এনসিপির বিক্ষোভ। ছবি : বাংলাদেশের খবর
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশে হামলার প্রতিবাদে গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এনসিপির নেতাকর্মীরা।
বুধবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার মাওনা চৌরাস্তার উড়ালসেতুর উত্তরে পল্লী বিদ্যুৎ মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন এনসিপির সমর্থকরা।
এ সময় তারা হামলাকারীদের শাস্তির দাবিতে স্লোগান দিতে থাকেন। এতে মহাসড়কের প্রায় দুই কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় এবং বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গোপালগঞ্জে এনসিপির সমাবেশ শেষে ফেরার পথে সড়ক অবরোধ করে দলটির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলা চালায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী, পুলিশ ও বিজিবির চার প্লাটুন সদস্য মাঠে নামে। এর আগে সমাবেশস্থলেও হামলা চালায় তারা।
শ্রীপুর উপজেলা এনসিপি নেতা আবু রায়হান মেজবাহ বলেন, জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ঘিরে গোপালগঞ্জ এখন রণক্ষেত্র। কেন্দ্রীয় নেতাদের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।
সোহেল/এমবি